নির্বাচন পরিচালনায় ৪ সদস্যের কমিটি

সুষ্ঠু ও স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে নেতাদের বার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

সুষ্ঠু ও স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে নেতাদের বার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মানুষের নির্বাচিত প্রার্থীদের মনোনয়নের জন্য চার সদস্যের একট প্রতিনিধি দল ও করে দিলেন তিনি। রবিবার তৃণমূলের নবজোয়ার যাত্রা শেষ করে বারাসতের কাছারি ময়দানে রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি শেষের পর রাত্রে নেতাদের নিয়ে একটি বৈঠক করেন।

আরও পড়ুন-বাঁকুড়ায় বিজেপি গুন্ডাদের হাতে ‘আক্রান্ত’ সায়ন্তিকার পায়লট কার

সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক নির্মল ঘোষ, তাপস রায়, নারায়ণ গোস্বামী-সহ অন্যরা। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার নেতৃত্বরাও। এখানেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও বিরোধীদের হারাতে হবে বলে নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রার্থী-তালিকা নিয়েও বিস্তর আলোচনা হয়। উত্তর ২৪ পরগনার জন্য চার সদস্যের যে দল গঠিত হয়েছে তাতে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, তাপস রায়, নির্মল ঘোষ। এই চার প্রতিনিধি মাধ্যমেই প্রার্থীদের নাম রাজ্যে পাঠানো হবে। সিম্বলের জন্য সাইনিং অথরিটি ঠিক হয়েছেন হাওড়ার তৃণমূল নেতা পুলক রায়। সোমবার তিনি ৩টে নাগাদ তাঁর কর্মসূচি শুরু করেন কাছারি ময়দান থেকে।

Latest article