যাদবপুর (Jadavpur) কেন্দ্র থেকে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছেন সায়নী ঘোষ (Sayoni Ghosh)। গত কয়েক বছর ধরে রাজনীতিতে মন দিয়েছেন অভিনেত্রী সায়নী। বিধানসভা ভোটে হারলেও দলের কাজে নিযুক্ত ছিলেন। এবার যাদবপুরের মতো কেন্দ্র থেকে আড়াই লাখের বেশি ভোটে জয় পেলেন তিনি। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে একটি ফোটো শেয়ার করেন সায়নী। সেখানে প্রয়াত মায়ের ছবি হাতে নিলেন তিনি আর বাবার হাতে ভোট জয়ের শংসাপত্র। ছবির ক্যাপশনে তিনি লিখলেন, ‘মা মাটি মানুষের ভালোবাসা। যাদবপুর লোকসভার কাছে ঋণী। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভালোবাসা ও উৎসাহ দিয়ে গিয়েছেন, তাতে ধন্য। জয় বাংলা।’
আরও পড়ুন-‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও’ কবিতার মাধ্যমে পরিবেশ দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নীর প্রাপ্ত ভোট সাত লাখ সতেরো হাজার আটশো নিরানব্বই ভোট (৭,১৭,৮৯৯)। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট চার লাখ উনষাট হাজার ছয়শো আটানব্বই (৪,৫৯,৬৯৮)। আর তিনে বামনেতা সৃজন ভট্টাচার্য, যিনি পেয়েছেন দুই লাখ আটান্ন হাজার সাতশো বারো (২,৫৮,৭১২) ভোট। যাদবপুরের এই লাল দুর্গ ভেঙেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে বলাই যায় এখন এটি সবুজ দুর্গে পরিণত হয়েছে। সেই ধারা বজায় রাখলেন সায়নী। যদিও এই বছর দেব, রচনা, জুন মালিয়া, শত্রুঘ্ন সিনহা সকলেই হেসেছে জয়ের হাসি।