সংবাদদাতা, ডাময়ন্ডহারবার : মথুরাপুরের সদিয়ালে সম্প্রীতির লক্ষ্মীপুজোর শুভ সূচনা হল শুক্রবার। প্রদীপ প্রজ্জ্বলন করার পর ফিতে কেটে লক্ষ্মীপুজোর উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ। পুজো কমিটির সম্পাদক সুন্দরবন সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তথা জেলা পরিষদের খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ বাপি হালদার জানালেন, আমাদের সদিয়ালে কোজাগরী লক্ষ্মীপুজো এবার ১৭ বছরে পা রাখল।
আরও পড়ুন-চাপে পড়ে উপাচার্যের কৈফিয়ত তলব বোসের
গ্রামের হিন্দু-মুসলিমরা মিলে এই পুজো করে আসছি। এখানে দুর্গাপুজো সেভাবে হয় না, তাই লক্ষ্মীপুজো হয় জাঁকজমকপূর্ণ। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ হল লঙ্কা দিয়ে তৈরি করা মা লক্ষ্মীর প্রতিমা। হোগলা দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মণের শক্তিশেল, যা মণ্ডপের ঐতিহ্যকে বিকশিত করেছে। মণ্ডপসজ্জায় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। উপস্থিত ছিলেন ৪ বিধায়ক জয়দেব হালদার, সমীরকুমার জানা, যোগরঞ্জন হালদার, ডাঃ অলোক জলদাতা, প্রমুখ।