নয়াদিল্লি, ৪ এপ্রিল : ডেভিস কাপ ও এশিয়ান গেমসের টেনিস ইভেন্ট একসঙ্গে পড়ে যাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয় টেনিস ফেডারেশন। যদিও সেই সমস্যা মিটতে চলেছে। সোমবার জানা গিয়েছে, দু’টি টুর্নামেন্টের সূচিতেই বদল আনা হয়েছে। যাতে ভারত-সহ অন্যান্য এশীয় দেশগুলো নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই ডেভিস কাপ এবং এশিয়াডে অংশগ্রহণ করতে পারে।
আরও পড়ুন – জুভেকে হারাল ইন্টার, ভরা মাঠে ইতালি ডার্বি
আগের সূচি অনুযায়ী, নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপের (Devis Cup) ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান টাই পড়েছিল সেপ্টেম্বরে। সেদেশে গিয়ে ১৬-১৭ বা ১৭-১৮ সেপ্টেম্বর খেলতে হত রোহন বোপান্নাদের। এদিকে, এশিয়াডে টেনিস ইভেন্টের সূচি ছিল ১০-১৪ সেপ্টেম্বর। ফলে সেরা খেলোয়াড়দের নিয়ে যে কোনও একটি টুর্নামেন্টই খেলতে পারত ভারতীয় টেনিস দল। যদিও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। নরওয়ের বিরুদ্ধে ভারতের ডেভিস কাপ (Devis Cup) টাইয়ের সূচি পরিবর্তন করে করা হয়েছে ১৪-১৫ সেপ্টেম্বর। অন্যদিকে, এশিয়াডের টেনিস ইভেন্টের পরিবর্তিত সূচি করা হয়েছে ১৮-২৪ সেপ্টেম্বর। ফলে দু’টি টুর্নামেন্টেই পূর্ণ শক্তির দল নিয়ে অংশগ্রহণ করতে পারবে ভারত। একই ভাবে উপকৃত হবে ডেভিস কাপে অংশ নেওয়া এশিয়ার আরও ৯টি দেশ।