প্রতিবেদন : রাজ্যের সরকারি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বদলির পদ্ধতি সরলীকরণ করতে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উদ্যোগে তৈরি হয় উৎসশ্রী পোর্টাল (Utsashree- Skoch Award)। বদলি ব্যবস্থায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে রাজ্যে চালু হওয়া এই পোর্টালের জন্য এবার স্কচ পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগেও শিক্ষায় উৎকর্ষের জন্য স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য। এবার পুরস্কার অভিনব বদলি পোর্টালের ভাবনার জন্য।
আরও পড়ুন-অর্থনীতিতে নোবেল জয়ী, মোদিকে সতর্ককারী ত্রয়ী
উৎসশ্রী (Utsashree- Skoch Award) পোর্টালের মাধ্যমে কোনও শিক্ষক বা শিক্ষিকা বাড়ির কাছাকাছি বা সুবিধামতো স্কুলে বদলির জন্য আবেদন জানাতে পারেন। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন করতে পারেন এই পোর্টালের মাধ্যমে। কেউ যদি একটি স্কুলে টানা পাঁচ বছর চাকরি করেন, তা হলেই তিনি উৎসশ্রীতে বদলির জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে একবার যদি কেউ বদলি হন, সেক্ষেত্রে উৎসশ্রীর মাধ্যমে পরের পাঁচ বছর আর বদলির জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয় না। একইসঙ্গে কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি আগে বদলির নির্দেশ পান এবং তা ফেরান, সেক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education minister Bratya Basu) জানিয়েছিলেন, এই উৎসশ্রীর নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩৪ হাজার শিক্ষক-শিক্ষিকা ইতিমধ্যে বদলি হয়েছেন এই পোর্টালের মাধ্যমে। ব্যাপক সাড়া পড়েছে। স্বচ্ছতা এবং আবেদনের ভিত্তিতে এই পোর্টাল খুবই ভাল চলছে বলেও মন্তব্য করেছিলেন ব্রাত্য। এই উৎসশ্রী এবার পেল স্কচ অ্যাওয়ার্ড।