বুধবার, পূর্ব বর্ধমানের (Burdwan) নবাবহাটের সভা থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের নতুন ছেলেমেয়েরা চাকরি পাক, কর্মসংস্থান হোক তিনি চান। স্কুলের চাকরি প্রস্তুত। কিন্তু বিজেপি-সিপিএম-কংগ্রেস মামলা করে আটকে দিয়েছে। তিনি বলেন, ৬০-৭০ হাজার ছেলে মেয়ে শিক্ষকের চাকরি পেতে পারত। কিন্তু মামলা করে বিরোধীরা তা আটকে দিয়েছে। আদালতের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আবেদন, নতুন ছেলেমেয়েরা যাতে চাকরির সুযোগ পায় তার ব্যবস্থা করতে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-‘১৩ লাখ লক্ষ্মীর ভাণ্ডার, ৯ লাখ বার্ধক্য ভাতা’ বর্ধমানে উপহার মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্পায়ন হবে। লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এরপরেই বিরোধীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, স্কুলের চাকরি রেডি আছে। কিন্তু বিজেপি-সিপিএম কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে। ৬০-৭০ হাজার ছেলেমেয়েরা চাকরি আটকে রেখে দিয়েছে। কখনও কখনও সরকারের হাত বেঁধে রেখে দেওয়া হয়। মমতা জানান, তিনি নিজেও আইনজীবী। সেই কারণের আদালতের বিষয়টি তিনি জানান। বলেন, আমি আদালতকে সম্মান করি। মাননীয় আদালতের কাছে আবেদন করব নতুন ছেলেমেয়েরা যাতে চাকরির সুযোগ পায় তার ব্যবস্থা করতে। নতুন ভ্যাকান্সিগুলো ফিলাপ করার ব্যবস্থা করে দিন।