‘১৩ লাখ লক্ষ্মীর ভাণ্ডার, ৯ লাখ বার্ধক্য ভাতা’ বর্ধমানে উপহার মুখ্যমন্ত্রীর

আজ বর্ধমানে (Burdwan) প্রশাসনিক সভা (Administrative Meeting) করছেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার ৮৩৬ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করলেন তিনি।

Must read

লোকসভা ভোটের (Loksabha Election) আগেই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বর্ধমানে (Burdwan) প্রশাসনিক সভা (Administrative Meeting) করছেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার ৮৩৬ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হতে চলেছে। ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ২৬ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। এদিন মুখ্যমন্ত্রী বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করলেন। চাঁচাই গ্রামে ৪ কোটি টাকা খরচ করে ছাত্রাবাস তৈরি হতে চলেছে । ইডেন খালের উপর সেতু তৈরির কাজ হবে। সেই সূচনা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর হাতে ৪৮৯টি প্রকল্পের উদ্বোধন হল। ৩৫৫ কোটি ৬৩লক্ষ টাকা খরচ করে এই সকল প্রকল্পের কাজ হয়েছে। এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হল। সংস্কার হওয়া ৩৯০টি রাস্তা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে, ভোগান্তিতে যাত্রীরা

এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পের হাজার হাজার নতুন উপভোক্তা যোগ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘রামায়ন, মহাভারত, কোরান, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। আমরা দুয়ারে সরকার করেছিলাম। আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেকে আপনাকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন, আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৬টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা এখনো পাচ্ছেন না তারা পাবেন, ১ ফেব্রুয়ারি থেকে।’

আরও পড়ুন-‘আমরা একা লড়ব’ জোট নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের এদিন মঞ্চ থেকে কেন্দ্রকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বার্ধক্য ভাতার টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। ১লা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে ৯ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা পাবেন। আরও ৭ হাজার মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরও ১০ লক্ষ সংযুক্ত হবে। অর্থাৎ ৮৫ – ৯৫ লক্ষ। আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরও ৮৫ হাজার মহিলা সংযুক্ত হলেন।’

আরও পড়ুন-চায়ের দোকান রাজনীতি ও সাধারণজ্ঞানের পাঠশালা

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি থেকে নতুন উপভোক্তাদের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে যোগ করতে চলেছেন সেই কথাই আজ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article