ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে, ভোগান্তিতে যাত্রীরা

গার্ড তখন ট্রেন থেকে নেমে দেখছেন ঠিক কোথায় সমস্যা হচ্ছিল। দেখা গেল অনেকগুলো কামরার পা দানির নীচের অংশ ভেঙে ঝুলছে।

Must read

ব্রেকফাস্ট শেষ হতেই হঠাৎ একটা বিকট শব্দে হতবাক ট্রেনের যাত্রীরা। কানে তালা লেগে যাওয়ার মতো বিকট শব্দ কিভাবে এল বোঝার আগেই ভীষণ জোরে একটা ঝাঁকুনি হয়। সজোরে ব্রেক কষে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) দাঁড়িয়ে গিয়েছে। পিছনের কামরা থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-এবার শতাব্দী এক্সপ্রেসে ছোড়া হল পাথর

গার্ড তখন ট্রেন থেকে নেমে দেখছেন ঠিক কোথায় সমস্যা হচ্ছিল। দেখা গেল অনেকগুলো কামরার পা দানির নীচের অংশ ভেঙে ঝুলছে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ধাক্কা লাগে। এর ফলেই ভেঙে যায় ট্রেনের একাধিক পা দানি। এক ঘণ্টারও বেশি সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। খুব স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। বর্ধমানের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

আরও পড়ুন-চায়ের দোকান রাজনীতি ও সাধারণজ্ঞানের পাঠশালা

রেলসূত্রে খবর, বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ বন্দেভারত এক্সপ্রেস ঢোকে। ট্রেনের একাধিক কামরার পা দানি তখন ঢেকে গিয়েছে। ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, সেই সংক্রান্ত অনেক প্রশ্ন উঠছে। রেলের আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান করছে, প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগেই কামরার সিঁড়ি ভেঙে যায়। রেল কর্মীরা মেরামতির কাজ শুরু করে দেন। তবে এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীরা নামার সময় এমন ঘটনা ঘটলে বড় বিপর্যয় হতে পারত।

Latest article