এবার শতাব্দী এক্সপ্রেসে ছোড়া হল পাথর

ইতিহাস সাক্ষী একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসের গায়ে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এবার নিশানায় আরও একটি সুপার ফাস্ট এক্সপ্রেস।

Must read

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) চালু হওয়ার পরেই সেটাতে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল। এবার শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express) পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে এল। চলন্ত ট্রেনে এভাবে পাথর লেগে ভেঙে গেল ট্রেনের কাঁচ। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন-চায়ের দোকান রাজনীতি ও সাধারণজ্ঞানের পাঠশালা

সূত্রের খবর, মঙ্গলবার সঠিক সময়ে হাওড়া থেকে ছাড়ে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি আসার সময় খানা জংশন ও ঝাপটার ঢাল স্টেশনের মাঝে আসতেই পাথর ছোড়া হয় বলেই অভিযোগ জানানো হয়। মুহূর্তের মধ্যে ভেঙে যায় জানালার কাঁচ। নিমেষেই ট্রেনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই বিষয়ে একজন জানিয়েছেন, খানা জংশনের কাছে আসতেই তিনজন ট্রেনের জানলা লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। ট্রেনের কাঁচের জানালা ভেঙে পড়ে। এটুকু স্পষ্ট বাইরে থেকে পাথর ছোড়া হয়েছিল।

আরও পড়ুন-মমতাজির সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক, বললেন রাহুল

ইতিহাস সাক্ষী একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসের গায়ে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এবার নিশানায় আরও একটি সুপার ফাস্ট এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা রেল আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Latest article