তৃতীয় ঢেউয়ের শঙ্কার মাঝে কোনও কোনও রাজ্য স্কুলের তালা খুলে দিয়েছে। খুলেছে তামিলনাড়ুও। কিন্তু তার ফল কী হয়েছে? পয়লা সেপ্টেম্বরের হিসাব পেশ করে তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জানিয়েছেন, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস খোলা ছিল। মাত্র তিন সপ্তাহে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছে ৪০০ পড়ুয়া। ফলে দশম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা নিয়ে দ্বিধায় রাজ্য। অন্য রাজ্যগুলিও ভাবতে বসেছে। এ রাজ্যেও পুজোর পর স্কুল খোলা যাবে কি না সে নিয়ে সরকারি দজমহলে চলছে তোড়জোড়৷ সবই নির্ভর করছে পুজোর পর কোভিড পরিস্থিতির উপর৷
আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তের জের : সুন্দরবনে খোলা হল ফ্লাড সেন্টার, চলছে মাইকিং