প্রতিবেদন : ২ ফেব্রুয়ারির মধ্যেই স্যানিটাইজেশনের (School Sanitization) কাজ শেষ করতে হবে প্রতিটি স্কুলে। ওই দিনই যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে যেতে পারেন তারজন্য আগেই শেষ করতে হবে সাফাইয়ের কাজও (School Sanitization)। মঙ্গলবার রাজ্যের শিক্ষা দফতরের এক নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে এ কথা। ৩ ফেব্রুয়ারি থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য খুলে যাবে বিদ্যালয়ের দরজা। কোভিড-সুরক্ষা বিধি মেনে সুষ্ঠুভাবে স্কুল খোলার জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। তাঁরা সমন্বয়সাধন করবেন প্রশাসন এবং স্কুলের মধ্যে।
আরও পড়ুন – খোলা হাওয়ায় পাড়ায় শিক্ষালয়
এবারে কিন্তু বিভিন্ন শ্রেণির জন্য আর আলাদা সময় ধার্য করা হচ্ছে না আগের মতো। ক্লাস চলবে স্বাভাবিক রুটিনেই। তবে পড়ুয়াদের স্কুলে ঢুকতে হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে। লক্ষণীয়, স্কুল খোলার পরে এবারে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল ক্লাসে। কারণ, উচ্চমাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফলাফল অনেকটাই নির্ভর করে প্র্যাক্টিকালের নম্বরের উপরেই। কোভিড-ত্রাসে এতদিন বিঘ্নিত হয়েছে প্র্যাক্টিকাল ক্লাসও। উল্লেখ্য, স্কুলের পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা আবার শুরু হয়ে যাবে ৩ ফেব্রুয়ারি থেকেই।