প্রতিবেদন: এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণের, কিন্তু তার আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আর এর জেরেই বন্ধ করা হল শহরের বেশ কিছু স্কুল। কেন্দ্রীয় সরকারের এই খামখেয়ালিপনার জেরে আদতে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। এরমধ্যে রয়েছে শহরের অন্যতম নামজাদা স্কুল বেথুন। এই স্কুলে আজ থেকে আসছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন-প্রতিবাদে তৃণমূলের কর্মিসম্মেলন
এর ফলে কীভাবে রোজ পড়ুয়াদের এনে ক্লাস করানো সম্ভব হবে তাই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে স্কুল কর্তৃপক্ষের কপালে। বেথুনের প্রধান শিক্ষিকা শর্বরী ভট্টাচার্য জানান, আমরা শিক্ষা দফতরকে চিঠি দিয়েছি ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাহিনী আসার জন্য পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করবো পর্যায়ক্রমে যাতে সব শ্রেণির পড়ুয়াদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আনা যায় সেই বিষয়টি দেখার।