প্রশ্ন: ধোঁয়া পাকিয়ে উপরের দিকে ওঠে কেন?
উত্তর: ধোঁয়ার মধ্যে উত্তপ্ত গ্যাস থাকে যা বায়ুর তুলনায় হালকা ফলে তা বক্ররেখায় উপরের দিকে উঠতে থাকে। এর ফলে বায়ুতে ঘূর্ণিস্রোত তৈরি হয়।
আরও পড়ুন-চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৫শে
প্রশ্ন: চলন্ত ট্রেন থেকে নামলে শরীর সামনের দিকে ঝুঁকে যায় কেন?
উত্তর: চলন্ত ট্রেনে থাকলে ট্রেনের গতি ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়। তিনি ট্রেনের চলন্ত অবস্থাতেই ট্রেন ছেড়ে গেলে তাঁর পা স্থির মাটির সংস্পশে স্থিতিশীল অবস্থায় আসে কিন্তু শরীরের ওপর অংশ তখনও গতিশীল অবস্থায় থাকে। ফলে সামনের দিকে ঝুঁকে পড়ে।
প্রশ্ন: জাহাজ ভাসে কিন্তু একটি ছোট লোহার বল জলে ডুবে যায় কেন?
উত্তর: লোহার বল দ্বারা অপসারিত জলের ওজন বলের ওজনের তুলনায় কম হয়। অন্যদিকে জাহাজের নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত জলের ওজন নিমজ্জিত অংশের ওজনের সঙ্গে সমান হওয়ায় তা ভেসে থাকতে পারে (আর্কিমিডিসের সূত্র)।