চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৫শে

এছাড়াও চিদানন্দ দাশগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, স্বাতীলেখা সেনগুপ্ত ও মিকোলাস জ্যাঙ্কসোকে নিয়েও প্রদর্শনী হবে।

Must read

প্রতিবেদন : করোনার কারণে স্থগিত থাকা ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পঁচিশে এপ্রিল শুরু হচ্ছে। উৎসব চলবে ১ মে পর্যন্ত। ওইদিন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের উৎসবের থিম দেশ হল ফিনল্যান্ড। উৎসবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে ৪০টি দেশের ১৬৩টি ছবি দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি। এছাড়াও এবার বিভিন্ন লুপ্তপ্রায় ভাষার ছবি দেখানোর জন্য একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে।

আরও পড়ুন-পরিবেশবন্ধু চাষে ও উদ্ভাবনে দৃষ্টান্ত মৌসুমি

এবারের উৎসবে ৮টি লুপ্তপ্রায় ভাষার ছবি দেখানো হবে। বোরো, কাডাভা, টুলু, রাজবংশী, সান্তাড়, কোঙ্কনি ও কুড়ুম্বা ভাষার মোট ৮টি ছবি দেখানো হবে। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আগে আদিবাসীদের ব্যবহার করা হত। এখন আমরা মাথা উঁচু করে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যে ভেদাভেদ ছিল তা মুছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরার মঞ্চ দিয়েছেন তিনি। চিত্র পরিচালক অরিন্দম শীল জানান, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে সত্যজিতের সঙ্গে কাজ করা জীবিত শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা জানানো হবে। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন পরিচালক সুজিত সরকার। সত্যজিতের জীবন ও কাজের ওপর প্রদর্শনী হবে।

আরও পড়ুন-বৃষ্টি নেই, জল নেই কংসাবতীতেও, পুরুলিয়া পুরসভা পাম্পে তুলে দিচ্ছে পানীয় জল

এছাড়াও চিদানন্দ দাশগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, স্বাতীলেখা সেনগুপ্ত ও মিকোলাস জ্যাঙ্কসোকে নিয়েও প্রদর্শনী হবে। কলকাতা শিশির মঞ্চে তথ্য সংস্কৃতি দফতর চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক বৈঠকে আলোচনা করেন। উপস্থিত ছিলেন তথ্য-সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু, মন্ত্রী বীরবাহা হাঁসদা, চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ।

Latest article