এপ্রিলেই চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন। এমনটাই জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। গত সপ্তাহেই এই অংশ চালুর জন্য চূড়ান্ত পরীক্ষা হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির সামনে। আগামী সপ্তাহেই তার রিপোর্ট পাওয়া যাবে। তবে এই লাইনের বাকি অংশ অর্থাৎ হাওড়া ময়দান পর্যন্ত কাজ বৌবাজার বিপর্যয়ের পর অনেকটা থমকে গেছে। সেই কাজ ২০২৩ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার। পাশাপাশি চলতি বছরের মধ্যেই জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আগামী বছরের জুলাই মাসে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ শেষ হয়ে যাবে। একই লাইনের নিউ ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে অবশ্য ২০২৬ সাল হয়ে যাবে। সব মিলিয়ে ২০২৬ সালের মধ্যে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) নেটওয়ার্ক ২০০ কিলোমিটারের অধিক হবে বলে আশাবাদী অরুণ অরোরা। সেটি মাথায় রেখে আগামী আরও ২-৩ বছরের মধ্যে নতুন আরও ৪৭ টি রেক আসবে বলে জানিয়েছেন তিনি।