প্রতিবেদন : প্রস্তুতি প্রায় শেষ। চলছে শেষ তুলির টান। এখন শুধু রেলমন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের প্রতীক্ষা। সবুজসংকেত পেলেই চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বৃহস্পতিবার ঘুরে দেখলেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কাজের মান এবং অগ্রগতিতে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন-জামিন লালুর
যাত্রীসাধারণের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন জেনারেল ম্যানেজার। বিশেষ গুরুত্ব দেন লিফট, টানেল ভেন্টিলেশন ব্যবস্থা নিয়ে। প্রতিটি এএফসি-পিসি গেট, এসক্যালেটরের ব্যবস্থাপনায়। ধোঁয়া চিহ্নিতকরণ, সাপ্রেশন সিস্টেম, আগুন নেভানোর ব্যবস্থার খুঁটিনাটি জানতে চান তিনি। কন্ট্রোলরুম ঘুরে দেখার পাশাপাশি এর নানা কার্যকলাপের বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেন। গুরুত্ব পায় সিগন্যালিং ব্যবস্থা এবং সিসিটিভি নেটওয়ার্ক। প্ল্যাটফর্মের স্ক্রিনডোর এবং শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থাও খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন জেনারেল ম্যানেজার। তাঁর সঙ্গে আগাগোড়াই ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সিএন ঝা।
আরও পড়ুন-ভারতের সংখ্যালঘু বিরোধী ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব বিদেশের বাজারে, মত প্রাক্তন গভর্নর রাজনের
তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিছক পরিদর্শন নয়, জেনারেল ম্যানেজার বেশ কয়েকটি বিষয় নিজে পরীক্ষা করেও দেখেন। কথা বলেন বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে। কারণ যাত্রীসুরক্ষার প্রশ্নে এতটুকু ফাঁক রাখতে চাইছে না কর্তৃপক্ষ। তাই ফুলপ্রুফ ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে সবরকমের ব্যবস্থা। যাত্রীদের সুবিধার্থে টিকিটিং ব্যবস্থাও থাকছে অত্যাধুনিক। কমিশনার অফ রেলওয়ে সেফটির গাইডলাইন অনুযায়ী বাকি কাজগুলি দ্রুত শেষ করা হয়েছে। যা অবশিষ্ট থাকছে তা জুনের মধ্যেই শেষ করার লক্ষ্যে মেট্রো রেল।