মাটি খুঁড়ে ৭ বছর নিখোঁজের দেহাংশের সন্ধান

উল্লেখ্য, ২০১৬ সালে গঙ্গাদাসপাড়া-বালিপাড়া গ্রামের জনৈক রসপিয়ার ওরফে লালন শেখ (২১) নামে এক যুবক হঠাৎই একদিন নিপাত্তা হয়ে যান।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ৭ বছর আগে নিপাত্তা যুবকের দেহের সন্ধানে মঙ্গলবার দুপুর থেকে ডোমকলের বালিপাড়ায় একটি বাগানের মাটি খুঁড়ে তল্লাশি শুরু করে পুলিশ। উল্লেখ্য, ২০১৬ সালে গঙ্গাদাসপাড়া-বালিপাড়া গ্রামের জনৈক রসপিয়ার ওরফে লালন শেখ (২১) নামে এক যুবক হঠাৎই একদিন নিপাত্তা হয়ে যান।

আরও পড়ুন-৮ কোটিতে রাজ্য গড়ছে হলদিয়ায় সি ফুড প্রসেসিং সেন্টার, বাড়বে রফতানি ও কর্মসংস্থান

পরিবার নিখোঁজ ডায়েরি করলেও তাঁর সন্ধান পায়নি পুলিশ। আদালতে তদন্ত রিপোর্টও জমা দেয়। সম্প্রতি কোর্টের নির্দেশে নতুন করে তদন্ত শুরু করে পুলিশ নতুন তথ্যে ভিত্তিতে সোমবার রমনা গ্রামের সানাউল্লাহ শেখ এবং বালিপাড়া গ্রামের হাসিনা বিবিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত দু’জন কবুল করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে হাসিনার সঙ্গে রসপিয়ারের নতুন সম্পর্ক তৈরি হয়। আর্থিক কারণে বিবাদ হয় তাদের। হাসিনা ফোনে রসপিয়ারকে দেখা করতে বলে। তারপরই নিখোঁজ হন তিনি। মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়। হাসিনা স্বীকার করে, দু’জনে সেদিনই রসপিয়ারকে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দেয়। বছরখানেক আগে সেটি ভেঙে যাওয়ায় দেহ তুলে বালিপাড়ার একটি লেবুবাগানে মাটি খুঁড়ে পুঁতে দেয়। মঙ্গলবার দুপুর থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডোমকল থানার পুলিশ এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু করে। তবে দুপুর পর্যন্ত কোনও দেহাংশ মেলেনি।

Latest article