যে রাজ্যে জোট আছে সেখানেই আগে আসন ভাগ

Must read

প্রতিবেদন : ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে হঠাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামতোই বিরোধীদের জোট গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর পরামর্শ অনুযায়ী বিরোধীদের প্রথম বৈঠক হয়ে গিয়েছে পাটনায়। ১৪ জুলাই পরবর্তী বৈঠক হতে চলেছে হিমাচল প্রদেশের সিমলায় (Opposition alliance- Shimla)। সূত্রের খবর, সিমলার ওই বৈঠকেই প্রাথমিকভাবে আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো যে সমস্ত রাজ্যে জোট (Opposition alliance- Shimla) রয়েছে সেই সব রাজ্যের আসন বণ্টন নিয়ে চূড়ান্ত কথাবার্তা হতে পারে। উত্তরপ্রদেশের মত গুরুত্বপূর্ণ রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির রাজ্যস্তরে সমস্যা রয়েছে সেখানে তাড়াহুড়ো করে কোনও কৌশল চূড়ান্ত হবে না। বিজেপিকে হারানোর মূল লক্ষ্য সামনে রেখে রাজ্য ধরে ধরে ভোট কৌশল নির্ণয় করতে হবে বলে মত বিরোধীদের। সিমলার ওই বৈঠকে আরও বেশ কয়েকটি নতুন দল অংশ নিতে পারে। ওই দলগুলির মধ্যে রয়েছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আইইউএমএল। বেশিরভাগ আঞ্চলিক দলই চাইছে, কংগ্রেস নিজেদের ইগো ঝেড়ে ফেলে এগিয়ে আসুক। যে রাজ্যে যে দল শক্তিশালী তাদের সঙ্গে সমঝোতা করুক।

আরও পড়ুন- ফাটল ধরা বাড়িতেই ফিরছেন জোশীমঠের অসহায় বাসিন্দারা

Latest article