নয়াদিল্লি : বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি (SEBI) সুপ্রিম কোর্টে (Supreme Court) জানিয়েছে, ২০১৬ সাল থেকে তারা আদানির (Adani Issue) বিরুদ্ধে কোনও তদন্ত করছে না। অথচ ২০২১ সালের ১৯ জুলাই সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন, সেবি আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত করছে। আদানিদের সম্পর্কে কোন তথ্যটা সঠিক তা জানতে চাইলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সুপ্রিম কোর্টে সেবির জবাবের প্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ একটি ট্যুইট বার্তায় বলেছেন, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় এক প্রশ্নের উত্তর বলেছিলেন, সেবি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করছে। অথচ সেবি সুপ্রিম কোর্টকে বলেছে যে তারা আদানির বিরুদ্ধে কোনও তদন্ত করছে না। তাহলে কে সত্যি কথা বলছে? আদানি প্রসঙ্গে সংসদকে কি বিভ্রান্ত করা হল? অবৈধ লেনদেনের ফলে যখন লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে তখন সরকার ঘুমিয়ে থেকেছে? এ বিষয়ে উচ্চ মহল থেকে কোনও নির্দেশ এসেছিল কি না সে প্রশ্নও তুলেছেন রমেশ।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় সোমবার অর্থমন্ত্রক আদানি (Adani Issue) প্রসঙ্গে বলেছে, ২০২১ সালের ১৯ জুলাই ৭২ নম্বর প্রশ্নের জবাবে সরকার লোকসভায় যে উত্তর দিয়েছিল তা বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্যের ভিত্তিতে। সরকারের ওই বক্তব্যের পর রমেশ ফের কটাক্ষ করে বলেন, বিষয়টি দেখে মনে হচ্ছে মোদি সরকার সেবির ঘাড়েই সব দোষ চাপাতে চাইছে।
আরও পড়ুন- পোস্টার-ব্যানার দেখালেই ভোট আসে না, ভাল কাজ করতে হয়