খবরের সত্যতা যাচাই করতে কমিটি কেন্দ্রের

Must read

প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া কোনও খবর বা তথ্য সঠিক কি না, তা যাচাই করতে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নেতৃত্বে তথ্যানুসন্ধানকারী দল তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া কোনও তথ্যের সত্যতা যাচাই করে তা জানাত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি (PIB)। কিন্তু পিআইবির বিরুদ্ধে বাক্‌ স্বাধীনতা হরণের অভিযোগ তোলে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। সমাজকর্মী, সাংবাদিকরাও পিআইবির বিরুদ্ধে একই অভিযোগ করেন। তার প্রেক্ষিতেই পিআইবিকে সরিয়ে এই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত। তবে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন তথ্যানুসন্ধানী দল শুধুমাত্র কোনও ঘটনা বা খবরেরই সত্যতা যাচাই করতে পারবে। কোনও মতামত সম্পর্কিত নিবন্ধের সত্যতা যাচাইয়ের ক্ষমতা তাদের থাকবে না। এর ফলে, কোনও খবর প্রত্যাহার করা হলে, কেন সেটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে তা জানা যাবে।

আরও পড়ুন- আদানিকাণ্ডের তদন্ত : সেবি ও সরকারের বক্তব্যে মিল নেই

Latest article