পেলের সমাধি এখন ভক্তদের জন্য উন্মুক্ত

Must read

সাও পাওলো, ১৬ মে : ব্রাজিলে পেলের (Mausoleum of football legend Pele) সমাধি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। গত জানুয়ারিতে সাও পাওলোর অদূরে স্যান্টোসে ন’তলা উঁচু সমাধিক্ষেত্রের তিনতলায় ফুটবল সম্রাটকে সমাধিস্থ করা হয়। সোনালি বাক্সে মোড়া পেলের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন ভক্তরা। যে ফ্লোরে পেলের (Mausoleum of football legend Pele) সমাধি রয়েছে সেখানে মেঝেটা কৃত্রিম ঘাসের। দেওয়াল জুড়ে স্টেডিয়াম ভর্তি দর্শকের ছবি। সমাধির সোনালি বাক্সের উপর সিলিংটা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নের স্মৃতিতে নীল আকাশ। অন্তহীনভাবে বেজে চলেছে সাউন্ডট্র্যাক। পরিবেশটা এমন রাখা হয়েছে যেন ফুটবল সম্রাট মাঠেই খেলছেন। পেলের পুত্র এডসন চোলবি ডো নাসিমেন্টো বলেছেন, ‘‘বাবার সমাধিক্ষেত্রকে সুসজ্জিত করা হয়েছে ওঁর অনুরাগী, কাছের মানুষদের কথা ভেবে। যাঁরা ওঁকে ভালবাসতেন, জানতেন, সঙ্গে থাকতেন এবং বুঝতেন আসল মানুষটাকে।’’

আরও পড়ুন-খবরের সত্যতা যাচাই করতে কমিটি কেন্দ্রের

Latest article