নয়াদিল্লি : আদানিকাণ্ডের তদন্ত শেষ করতে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (সেবি) বাড়তি তিনমাস সময় দিল সুপ্রিম কোর্ট। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শেষ করতে ছয় মাস বাড়তি সময় চেয়েছিল সেবি। কিন্তু বুধবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমা এবং জে বি পারদিওয়ালার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, তদন্তের জন্য অনির্দিষ্টকাল সময় দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-ব্রিজভূষণের বিরুদ্ধে এবার রাষ্ট্রপতিকে নালিশ মোর্চার
আগামী ১৪ অগাস্টের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি শীর্ষ আদালত গঠিত বিচারপতি সাপ্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়ে ১১ জুলাই শুনানি হবে বলে এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন। ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তার রিপোর্টে জানায়, গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠী জালিয়াতি ও কারচুপি করে কৃত্রিমভাবে সংস্থার শেয়ারের দাম বাড়িয়েছে। ওই রিপোর্ট প্রকাশের পরেই হু হু করে আদানি গোষ্ঠীর মালিকাধীন বিভিন্ন সংস্থার শেয়ার দরে ধস নামে। আদানিদের বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সংসদে সোচ্চার হয় বিরোধীরা। যদিও মোদি সরকার সেই দাবি খারিজ করে দেয়।