প্রতিবেদন : রাজ্যে এবার উচ্চমাধ্যমিকের ফলাফলের নিরিখে দ্বিতীয় স্থান পেয়েছে বারাসতের বরিশাল কলোনির মেধাবী ছাত্র সৌম্যদীপ সাহা। যদিও সে স্থানীয় কোনও স্কুলে নয়, পড়ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আবাসিক ছাত্র হিসাবে। বৃহস্পতিবার সকালে তার বাড়ি কিছু উপহার নিয়ে অভিনন্দন জানাতে যান বারাসতের তিনবারের সাংসদ এবং এবারও লোকসভা ভোটে বারাসতের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
আরও পড়ুন-ক্লাস্টার কনসেপ্টের ভাবনা সংসদের
তার বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে হাতে ফুল, মিষ্টি ও একটি শ্রীমদভাগবদ্গীতা উপহার হিসাবে তুলে দিয়ে আশীর্বাদ করে কাকলি বলেন, অনেক বড় হও, মা-বাবাকে কোনওদিন অবহেলা কোরো না। কাকলি তাঁদের বাড়িতে আসায় গর্বিত সৌম্যদীপ জানায়, উনি বাড়িতে আসায় আমি আর আমার পরিবার ভীষণ খুশি। কাকলির কথায়, আমার সংসদীয় এলাকার একজন ছাত্র এমন ফল করায় আমি গর্বিত। প্রসঙ্গত, এবার রাজ্যের মেধাতালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে দ্বিতীয় সৌম্যদীপ-সহ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ উজ্জ্বল ছাত্র।