পুলিশের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপের

বৃহস্পতিবার সকালে বড়নীলপুর বটতলা মোড়ে চা-চক্রে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা-এর সঙ্গে কথায় পুলিশকে বেলাগাম ও কদর্য ভাষায় আক্রমণ করলেন দিলীপ।

Must read

সংবাদদাতা, বর্ধমান : যত দিন যাচ্ছে পরাজয় টের পেয়েই কুকথার ফুলঝুরি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কথায়। দলের মধ্যে কোণঠাসা দিলীপ এমনিতেই বিতর্কিত মন্তব্য করে লাইম লাইটে থাকতে চেষ্টা করেন। বুধবার সন্ধ্যায় বর্ধমান শহরের পারবিরহাটায় অনুমতি না থাকায় তাঁর প্রচার মিছিল আটকায় পুলিশ। তাতেই বৃহস্পতিবার সকালে বড়নীলপুর বটতলা মোড়ে চা-চক্রে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা-এর সঙ্গে কথায় পুলিশকে বেলাগাম ও কদর্য ভাষায় আক্রমণ করলেন দিলীপ।

আরও পড়ুন-রাজ্যে দ্বিতীয়, সৌম্যদীপের বাড়িতে সাংসদ কাকলি

যার তীব্র প্রতিবাদ জানিয়েছে সুশীল সমাজ। পুলিশের অনুমতি নিয়ে দিলীপ বলেন, ওরা আগে থেকেই বারণ করে দিচ্ছে। রোজ এসব ছেড়ে দিয়ে থানা, বিডিও, ডিএম ঘেরাও করব, আর কিছু করব না। শেষের দিকে ওর দম বন্ধ করে দেব, শালাদেরকে ঘর থেকে বেরোতে দেব না। কেমন চামচাগিরি করে দেখব। আইসির উদ্দেশে বলেন,‍‘‘ওর বাপের জমিদারি নাকি, জুতিয়ে লম্বা করব ওকে, আইসি হয়েছে। শালা কাপড় খুলে দেব চৌরাস্তায় নিয়ে এসে। দিলীপ ঘোষ পাঁচ বছর এখানে থাকবে, ঘর থেকে বের হতে দেব না ওকে।’’ বলেন, ডিএম-এসপি দু’জনকেই মেল করেছি, এটা করুন নাহলে সব ছেড়ে দিয়ে আমি আন্দোলন করব আর কোনও কাজ করতে দেব না, সমস্ত রাস্তা ব্লক করে দেব। দিলীপের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে।

Latest article