আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে জানি, দাদার জয় নিয়ে নিশ্চিত ইরফান

রেজিনগর, বেলডাঙা ইত্যাদি এলাকায় রোড-শোয়ে দাদার সঙ্গে অংশ নেন ইরফান। হেলিকপ্টার থেকে নেমে ইরফান এদিন সোজা চলে যান দাদা ইউসুফের অস্থায়ী ডেরায়

Must read

প্রতিবেদন : ‘‘আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে জানি। তাই এটা ভাল করেই জানি যে, লোকসভা ভোটে দাদা ভালভাবেই জিতবে।’’ দাদা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে এসে মন্তব্য করলেন ভাই আরেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান। বৃহস্পতিবার ইরফান একদিনের জন্য দাদার হয়ে প্রচার করতে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে এসেছেন।

আরও পড়ুন-পুলিশের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপের

রেজিনগর, বেলডাঙা ইত্যাদি এলাকায় রোড-শোয়ে দাদার সঙ্গে অংশ নেন ইরফান। হেলিকপ্টার থেকে নেমে ইরফান এদিন সোজা চলে যান দাদা ইউসুফের অস্থায়ী ডেরায়। এখানকার রাজনীতির সব খবরাখবরই রাখেন। বললেন, পাঁচবারের সাংসদের সঙ্গে লড়াই কঠিন, তবে তাঁরা ক্রিকেটের মাঠে কঠিন লড়াই করতে অভ্যস্ত। চোট নিয়েও দুই ভাইয়ের লড়াই চালিয়ে সাফল্যের প্রসঙ্গ টেনে আশাবাদী ইরফান বলেন, দাদার লড়াইয়ের জেরে এখানেও সাফল্য আসবে। ইরফান আসার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে দেখতে ভিড় করেন অনুরাগী এবং তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের উদ্দেশে ইরফান বলেন, আমার দাদা অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। এখানে ওকে ঘিরে যেভাবে মানুষের উন্মাদনা দেখতে পাচ্ছি, তাতে আমি নিশ্চিত ভোটে ও-ই জিতবে। পাঁচবারের সাংসদকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠাবে।

Latest article