সংবাদদাতা, সিউড়ি : দেউচা পাঁচামি কোল ব্লকের প্রথম ফেজের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ফেজের কাজ শুরু হল। জেলাসফরে এসে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কাজে বেড়েছে গতি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোট ৭২ একর জায়গা ড্রিল করে কয়লার নমুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন-মনোনয়নে জনজোয়ারই জানাচ্ছে নির্বাচনের ফল
তার পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আসেনি। তবে প্রাথমিকভাবে কয়লার মান ভালো বলে অনুমান। ইতিমধ্যে পুনর্বাসনের জন্য তিনটি জায়গা চিহ্নিত হয়েছে। প্রায় ৬০ একর জায়গা চিহ্নিত হয়ে গিয়েছে। ৯০ একর লাগবে। মাসখানেকের মধ্যেই বাকি কাজ সেরে ফেলবে ভূমিসংস্কার দফতর। পরের ধাপে আলোচনার মাধ্যমে পুনর্বাসনের কাজ শুরু হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আগে পুনর্বাসন, তারপর কয়লা উত্তোলন। অর্থাৎ সরকার যে প্যাকেজের মাধ্যমে যে সামাজিক সুরক্ষার কথা বলেছে তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হবে বলে জানান জেলাশাসক বিধান রায়।