এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, অবতরণ আবুধাবিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তির শেষ নেই। প্রায় প্রতিদিনই সংস্থার কোনও না কোনও বিমানে একের পর এক অঘটন ঘটে চলেছে।

Must read

প্রতিবেদন : এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তির শেষ নেই। প্রায় প্রতিদিনই সংস্থার কোনও না কোনও বিমানে একের পর এক অঘটন ঘটে চলেছে। এবার ওড়ার কিছুক্ষণের মধ্যে আচমকাই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ইঞ্জিনে। জানা গিয়েছে, শুক্রবার আবুধাবি থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ওই আগুন বিমানের বাকি অংশে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সে কারণে পাইলট সঙ্গে সঙ্গেই আবুধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

আরও পড়ুন-শুরু দেউচার দ্বিতীয় ধাপ

জানা গিয়েছে, শুক্রবারে সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বি-৭৩৭-৮০০ বিমানটি আবুধাবি থেকে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল কালিকট। কিন্তু মাটি ছেড়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় সঙ্গে সঙ্গেই পাইলট আবুধাবির এটিসির সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। নামিয়ে আনা হয় সব যাত্রীকে। তবে যাত্রীদের কারও কোন চোট আঘাত লাগেনি। ডিজিসিএ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, বিমানটি মাটি ছাড়ার আগে কি যথাযথ পরীক্ষা হয়েছিল?

Latest article