বিচারপতি নিয়োগ করতে কেন্দ্রকে ১০ দিনের সময় দিল শীর্ষ আদালত

বিচারপতি নিয়োগ ইস্যুতে ফের একবার কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করল শীর্ষ আদালত।

Must read

প্রতিবেদন : বিচারপতি নিয়োগ ইস্যুতে ফের একবার কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করল শীর্ষ আদালত। বিভিন্ন আদালতে বিচারপতি নিয়োগের জন্য কলেজিয়ামের সুপারিশ করা নামগুলি নিয়ে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রকে সময় বেঁধে দিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। কলেজিয়ামের সুপারিশগুলি কেন দ্রুত অনুমোদন করা হচ্ছে না, এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কাউল ও বিচারপতি অভয় এস ওকার বেঞ্চে শুনানি চলছিল।

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, অবতরণ আবুধাবিতে

শুক্রবার শুনানিতে বেঞ্চ কেন্দ্রের তরফে উপস্থিত থাকা অ্যাটর্নি জেনারেল এন ভেঙ্কটরামানির কাছে জানতে চায়, কলেজিয়ামের তরফে কেন্দ্রের কাছে পাঠানো পাঁচটি নাম কবে চূড়ান্ত করা হবে? এজি বলেন, খুব শীঘ্রই তা জানানো হবে। সম্ভবত আগামী পাঁচদিনের মধ্যেই নামগুলি অনুমোদন করে বিজ্ঞপ্তি জারি হবে। এর প্রেক্ষিতে বিচারপতি কাউল বলেন, আমরা শুধু হচ্ছে হবে শুনছি। এতে শুধুই অযথা সময় নষ্ট হচ্ছে। কিন্তু স্পষ্ট করে বলুন কবে হবে? গত কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটে চলেছে। আপনি দয়া করে আদালতকে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না। বেঞ্চের ওই মন্তব্যের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল আরও কিছুদিন সময় চান। তার প্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চ সরকারকে আরও ১০ দিন সময় দেয়। বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, আশা করি ১০ দিন পর আমরা ভাল খবর শুনতে পাব।

আরও পড়ুন-শুরু দেউচার দ্বিতীয় ধাপ

এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, কলেজিয়ামের তরফে পাঠানো ৬৪টি নাম এখনও সরকারের বিবেচনাধীন। ইতিমধ্যেই ১৮টি নাম ফেরত পাঠানো হয়েছে। যার মধ্যে ৭টি নাম কলেজিয়াম পুনরায় সুপারিশ করেছে। কলেজিয়ামের সুপারিশগুলি খতিয়ে দেখে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কতদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী।

Latest article