সংসদে সৌগতর প্রশ্ন

২০২১ ও ২০২২ সালে যথাক্রমে সুপ্রিম কোর্টে ৯ জন এবং ৩ জন এবং বিভিন্ন হাইকোর্টে ১২০ এবং ১৬৫ জন বিচারপতি নিয়োগ করা হয়েছে

Must read

প্রতিবেদন : বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায়ের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান, বিভিন্ন হাইকোর্টে শূন্যপদগুলিতে কলেজিয়ামের সুপারিশ করা নাম নিয়ে চিন্তাভাবনা চলছে। ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে সুপ্রিম কোর্টে ৯ জন এবং ৩ জন এবং বিভিন্ন হাইকোর্টে ১২০ এবং ১৬৫ জন বিচারপতি নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির হিসেবে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির পদ ৩৪টি।

আরও পড়ুন-বিচারপতি নিয়োগ করতে কেন্দ্রকে ১০ দিনের সময় দিল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে কর্মরত আছেন ২৭ জন বিচারপতি। সম্প্রতি কলেজিয়ামের তরফে ৭টি শূন্যপদের সুপারিশ করা হয়েছে। হাইকোর্টের ক্ষেত্রে মোট অনুমোদিত পদ ১১০৮টি। বর্তমানে কর্মরত ৭৭৫ জন বিচারপতি। ৩৩৩টি পদ শূন্য আছে। যার মধ্যে কলেজিয়ামের তরফে ১৪২টি প্রস্তাব এসেছে। সেই প্রস্তাবগুলি সরকার খতিয়ে দেখছে। সৌগত রায় আরও জানতে চান, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত কমিটিতে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধি রাখার কথা বিবেচনা করা হচ্ছে কি না? এ ব্যাপারে রাজ্যগুলির প্রতিক্রিয়া কী? কোনও রাজ্য কি এই উদ্যোগকে সমর্থন করেছে? যদিও এই প্রশ্নের কোনও জবাব দেননি রিজিজু।

Latest article