বেনোনি, ১৬ জানুয়ারি : মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারানোর পর, সোমবার সংযুক্ত আরব আমিরশাহিকে ১২২ রানে হারিয়েছেন শেফালি ভার্মারা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সফল ভারতীয় ওপেনিং জুটি শেফালি ও শ্বেতা সেহরাওয়াত। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান তুলেছিল ভারত। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি তুলতে পারেনি আরিরশাহি।
আরও পড়ুন-বিডিওকে চাকরি খাওয়ার হুমকি দিলেন সিপিএম নেতা
এদিন শুরু থেকেই আমিরশাহির বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন শেফালি ও শ্বেতা। মাত্র ৮.৩ ওভারে স্কোরবোর্ডে ১১১ রান তুলে ফেলেছিলেন দু’জনে। শেফালি মাত্র ৩৪ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেন। তিনি ১২টি চার ও ৪টি ছয় মারেন। পিছিয়ে ছিলেন না শ্বেতাও। তাঁর অবদান ৪৯ বলে ১০টি চারের সাহায্যে অপরাজিত ৭৪ রান। প্রসঙ্গত, প্রথম ম্যাচে অপরাজিত ৯২ রান করেছিলেন শ্বেতা।
শেফালি আউট হওয়ার পর ব্যাটে ঝড় তোলেন রিচা ঘোষ। তিনি মাত্র ২৯ বলে ৪৯ রান করে আউট হন। রিচার ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়। পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে স্কোরবোর্ডে একশো রানও তুলতে পারেনি আমিরশাহি।