প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency university) অসভ্যতার ঘটনা ঘটল। ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গোপনে শৌচালয়ে মেয়েদের ভিডিও করার। অভিযুক্ত ছাত্র ওই বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। অভিযোগ জমা পড়তেই পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency university) ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতি (Arun kumar Maity) বলেন, এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিষয়টি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি তথা ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। অভিযোগ, গত বুধবার রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রী ডিরোজিও ভবনের দোতলার শৌচালয়ে যান। ছেলে ও মেয়েদের এই শৌচালয়টির মাঝখানে একটি দেওয়াল দিয়ে ভাগ করা। দেওয়ালের উপরের দিকটা ফাঁকা। ওই ছাত্রী দেখতে পান শৌচালয়ের ছেলেদের দিক থেকে মোবাইল নিয়ে একটি হাত বেরিয়ে। সঙ্গে সঙ্গে ছাত্রীরা ডিন অফ স্টুডেন্টসের কাছে যান। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করেন।