তিনদিনের মালদহ সফর, বুধবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : মালদা দিয়ে আবার জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah- Mamata Banerjee)। আগামী ৩ মে মালদায় পৌঁছবেন তিনি। সেখানে মালদা অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। মালদা ছাড়াও আশপাশের কয়েকটি জেলার সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে ওই বৈঠকে। দীর্ঘদিন পর মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Maldah- Mamata Banerjee)। এই জেলায় উন্নয়নের কাজের হিসেবনিকেশ খতিয়ে দেখবেন তিনি।

আরও পড়ুন-সিপিএমের সেই গণহত্যা স্মরণ করাল বিজন সেতু

৩ মে মালদাতেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে উপস্থিত হবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি ইতিমধ্যেই বাংলায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই মালদা জেলাতেও এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে জেলার নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। ফলে একই দিনে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় উপস্থিত হচ্ছেন। রাজনৈতিক দিক থেকে যাকে মেগা ইভেন্ট বলা চলে। সকলের নজর থাকবে মালদায় দুজনের কর্মসূচি ও বক্তব্যে তাঁরা কী বলেন, সেদিকে।

Latest article