প্রতিবেদন : ছত্তিশগড়ে যৌথবাহিনীর হাতে খতম হলেন চার মাওবাদী (Maoist militants- Chhattisgarh)। এর মধ্যে একজন মহিলা। শনিবার ভোরে বিজাপুর জেলায় এক জঙ্গলে এই ঘটনা ঘটে। গভীর জঙ্গলে মাওবাদীদের (Maoist militants- Chhattisgarh) উপস্থিতি টের পেয়ে তল্লাশি অভিযানে যায় যৌথবাহিনী। সেসময় উভয়পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এই ঘটনা ঘটে। চার মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। গোপন সূত্রে যৌথবাহিনী খবর পায়, মাও নেতা মোহন কাদতি ও সুমিত্রা মিরতুর থানার পোমরার জঙ্গলে বৈঠক করতে আসছে। সেখানে আরও ৩০-৪০ জন মাও সদস্য উপস্থিত থাকবে। সেইমতো এদিন ভোরে অভিযানে নামে যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। গুলির লড়াইয়ে নিহত হয় চার মাওবাদী। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মিরতুর থানার পোমরার জঙ্গলে গুলির লড়াই হয়। এই লড়াইয়ে এক মহিলা-সহ চার মাওবাদী নিহত হয়েছেন। তবে মৃতদের পরিচয় জানা যায়নি। এলাকা ঘিরে চলে তল্লাশি৷
আরও পড়ুন-পুরসভা সামলে এবার অভিনয়ে চেয়ারম্যান