বেঙ্গালুরু, ১৩ নভেম্বর : বিশ্বকাপের ছ’মাস আগেও নিশ্চিত ছিল না, অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে কেএল রাহুল এবার দেশের মাটিতে মেগা টুর্নামেন্টে খেলতে পারবেন কি না! যাবতীয় সংশয় দূর করে বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স করে চলেছেন রাহুল। একইসঙ্গে দ্বৈত ভূমিকাও সফলভাবে সামলাচ্ছেন তিনি। উইকেটের পিছনে দক্ষতার সঙ্গে যেমন কিপিং করছেন, তেমনই ব্যাট হাতে পুরনো ছন্দে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাহুলের সেঞ্চুরি দেখে মুগ্ধ সুনীল গাভাসকরের মতো ব্যাটিং কিংবদন্তি।
গাভাসকর বলেছেন, ‘‘এই কেএল রাহুলকেই আমরা দেখতে চেয়েছিলাম। এই রাহুলকেই আমরা চিনি। অবশেষে আমরা সেরা ফর্মের রাহুলকে দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন সেরা ছন্দের রাহুলকে মিস করছিলাম।’’
আরও পড়ুন-মৃৎশিল্পীদের সাহায্যে রোশনি কর্মসূচি, কিনে জ্বালানো হল অবিক্রিত প্রদীপ
নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাহুলের ১০২ রানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। যে ভঙ্গিমায় জোড়া ছক্কা হাঁকিয়ে চিন্নাস্বামীতে সেঞ্চুরি পূর্ণ করেছেন তারকা ব্যাটার, তা দেখে মুগ্ধ সানি। তিনি বলেন, ‘‘যে শটে রাহুল সেঞ্চুরি পূর্ণ করল, সেটা এককথায় অবিশ্বাস্য! আইপিএলে আমরা দেখেছি, এই শট খেলতে। বিশ্বকাপের ম্যাচে সেই শটে ওকে সেঞ্চুরিতে পৌঁছতে দেখাটা দারুণ ব্যাপার।’’
গাভাসকর আরও বলেছেন, ‘‘বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা যে ভার্সনে খেলছে, এই মানসিকতার ব্যাটিং আমি অনেক দিন দেখিনি। আমরা বিশ্বকাপের আগে সবাই কিন্তু ভারতীয় ব্যাটারদের কাছ থেকে এই পারফরম্যান্সই চাইছিলাম।’’