মৃৎশিল্পীদের সাহায্যে রোশনি কর্মসূচি, কিনে জ্বালানো হল অবিক্রিত প্রদীপ

রোশনি কর্মসূচির জেরে বালুরঘাটের মৃৎশিল্পীদের মুখে ফুটল হাসি।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: রোশনি কর্মসূচির জেরে বালুরঘাটের মৃৎশিল্পীদের মুখে ফুটল হাসি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস-বিজড়িত বালুরঘাট হাই স্কুল ময়দানে জ্বলল মৃৎশিল্পীদের অবিক্রিত ৬০০০ প্রদীপ। জ্বালালেন বালুরঘাট পুরপ্রধান অশোক মিত্র।

আরও পড়ুন-মালদহে ফের জেলা সভাপতি রহিম বক্সিই

উল্লেখ্য, এলইডির বাড়বাড়ন্তে বিক্রি কমেছে মাটির প্রদীপের। ফলে দীপাবলিতেও চাহিদা কমেছে। যার জেরে মৃৎশিল্পীদের লাভে ভাটা পড়েছে। যদিও ‘গিভ মোর লিভ মোর’ নামে বালুরঘাটের একটি সংস্থা বেশ কয়েক বছর মৃৎশিল্পীদের কাছ থেকে অবিক্রিত প্রদীপ কিনে জ্বালিয়ে আসছে। দীপাবলির পরের দিন অর্থাৎ সোমবার তাদের সদস্যরা অবিক্রিত প্রদীপ কিনে হাই স্কুল ময়দানে জ্বালাল। সহযোগিতায় ছিল বালুরঘাট পুরসভা। উদ্দেশ্য, উৎসবের দিনে মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানো। সেই সঙ্গে প্রদীপকে হারাতে না দেওয়া।

আরও পড়ুন-ট্রেনের তলা থেকে বের হচ্ছে ধোঁয়া, ধৌলি এক্সপ্রেসে আগুন

পুরপ্রধান অশোক মিত্র ছাড়াও প্রচুর সাধারণ মানুষ অংশ নেন রোশনি কর্মসূচিতে। সংস্থার সম্পাদক গোপালচন্দ্র সাহা জানিয়েছেন, তাঁরা সবাই মিলে ৬০০০ প্রদীপ প্রজ্বলন করেছেন। পুরপ্রধান বলেন, এই চিন্তাভাবনা অসাধারণ। বলেন পুরসভার পক্ষ থেকে ওঁদের শুভেচ্ছা জানাই। ওঁরা এগিয়ে চলুক আগামীদিনে যে কোনও প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব৷

Latest article