ট্রেনের তলা থেকে বের হচ্ছে ধোঁয়া, ধৌলি এক্সপ্রেসে আগুন

ঘটনার শুরু সোমবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ শালিমার থেকে ছাড়ে ট্রেনটি। আন্দুল স্টেশন পেরোতেই ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দেয়।

Must read

প্রতিবেদন : রেলযাত্রা ক্রমশ দুঃস্বপ্ন হয়ে উঠছে আমজনতার কাছে। দুর্ঘটনা, ছোটখাটো অগ্নিকাণ্ড লেগেই রয়েছে। পুরীগামী ধৌলি এক্সপ্রেসে আচমকাই বিপত্তি। সোমবার সকালে শালিমার থেকে পুরী যাওয়ার পথে আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে ধৌলি এক্সপ্রেস। এরপরই বগির নিচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। যার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে। খবর পেয়ে রেলের কর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। তারপরই ট্রেনে প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা মেরামতির পর ট্রেন ফের পুরীর উদ্দেশে যাত্রা করে। হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। কিন্তু ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

আরও পড়ুন-বাংলার শিক্ষায় আরও কাজ, বিশ্ববিদ্যালয়গুলি এক মঞ্চে এলো

ঘটনার শুরু সোমবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ শালিমার থেকে ছাড়ে ট্রেনটি। আন্দুল স্টেশন পেরোতেই ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দেয়। এরপর এমার্জেন্সি ব্রেক কষে আন্দুল-সাঁকরাইল স্টেশনের মধ্যে ট্রেন থামিয়ে দেন চালক। এরপরই ট্রেনের নিচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। তবে কালো ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে ভয়ে ট্রেন থেকেও নেমে পড়েন।

Latest article