সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self Help Group) কাজে লাগাতে বলেছেন। সেই লক্ষ্যেই হাওড়া শহরের স্কুলগুলিতে পড়ুয়াদের পোশাক তৈরির জন্য কর্পোরেশনের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Group) মাধ্যমে কাজ শুরু হল। শুক্রবার মধ্য হাওড়ার ২৯ থেকে এর সূচনা করলেন কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি সহ আরও অনেকে। জানা গিয়েছে, হাওড়া কর্পোরেশনের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে পুর এলাকার ছাত্রছাত্রীদের জন্য ৮৮ হাজার স্কুলড্রেস (School Dress) তৈরি করা হবে। এগুলি তৈরির লক্ষ্যে কর্পোরেশনের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। এগুলি হল মধ্য হাওড়া, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া ও শিবপুর জোন। এদিন মধ্য হাওড়া জোনের কাজ শুরু হল। এই জোনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ২০ হাজার স্কুলড্রেস (School Dress) তৈরি করবেন। বাকি তিনটি জোনেও স্কুলড্রেস তৈরির কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘শীঘ্রই পড়ুয়াদের ওই পোশাক স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক দিক দিয়ে আরও শক্তপোক্ত করতে তাঁদের দিয়ে সমস্ত স্কুলড্রেস তৈরির নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই এদিন থেকে হাওড়ায় পড়ুয়াদের স্কুলের পোশাক তৈরির কাজ জোরকদমে শুরু করে দিল স্বনির্ভর গোষ্ঠীগুলি।’’
আরও পড়ুন: রাজনৈতিক জীবনের শুরুতে শিক্ষক ছিলেন নেত্রী