সংবাদদাতা ঝাড়গ্রাম : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্রাম পুলিশ। সৃজন প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাশরুম চাষে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো যুক্ত ঘরের মধ্যে মাশরুম চাষের ব্যবস্থা করে দেওয়া হল। শুক্রবার নয়াগ্রাম থানা এলাকার পাতিনা পুলিশ ক্যাম্পে হয় এই কর্মসূচি। এদিন ‘সৃজন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
আরও পড়ুন-শচীনকে দেখে শিখুক বিরাট: বেঙ্গসরকার
এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, ব্লকের বিডিও ঋতুপর্ণা চট্টোপাধ্যায়, নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, শ্রীজীব সুন্দর দাস প্রমুখ। সৃজন প্রকল্পের উদ্বোধন করতে এসে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ‘‘জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে একপ্রকার পাইলট প্রোজেক্ট হিসাবে আজ গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম এলাকার মোট ২৬টি পরিবারকে নিয়ে সৃজন প্রকল্পের মাধ্যমে মাশরুম চাষের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এরপর আগামী দিনে ভাল সাড়া পেলে জেলা জুড়ে আরও বেশি পরিমাণে মহিলাদের এই মাশরুম চাষে উৎসাহ দেওয়া হবে।”
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দে আদিবাসীরা
জেলা পুলিশ সুপার আরও বলেন, ‘‘এলাকায় প্রচুর পরিমাণে মানুষ বেআইনি চোলাই কারবারে যুক্ত। প্রতিনিয়ত চোলাই কারবার রুখতে অভিযান চলছে। কিন্তু চোলাই কারবারিদের চোলাই কারবার ছেড়ে আগামী দিনে বিকল্প রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এইরকম প্রকল্পে উৎসাহ দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।” কর্মসূচিতে উপস্থিত বিধায়ক দুলাল মুর্মু বলেন, ‘‘রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী নানা ধরনের স্বনির্ভরতার উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে এই মাশরুম চাষের উৎসাহ প্রদান অন্যতম। পুলিশের পক্ষ থেকে এই ধরনের অর্থকরী চাষে উৎসাহিত করা হচ্ছে।”