লাইনে হাতি এলে জানাবে সেনসর

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : রেললাইনে (Rail Line- Elephant) ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু আটকাতে ডুয়ার্সের রেললাইনে দেশে প্রথম বসানো হল সেনসিটিভ সেন্সর। ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে চলে গেছে রেললাইন। আর মাঝেমধ্যেই সেই রেললাইন ও রাস্তার ওপর দেখা যায় কখনও একটি হাতি আবার কখনও একাধিক হাতির (Rail Line- Elephant) দলকে। ট্রেনের ধাক্কায় একাধিকবার হাতি আহত হয়েছে। এমনকী একাধিক হাতির মৃত্যু পর্যন্ত হয়েছে। এমনকী কয়েক বছর আগে ডুয়ার্সের রেললাইনে হাতিকে ধাক্কা লাগায় একটি ট্রেনের ইঞ্জিন দুমড়েমুচড়ে গিয়েছিল। ক্ষতবিক্ষত হাতিটির মৃত্যু হয়েছিল দুদিন পর। এদিকে রেল ও বনদপ্তর এইধরনের দুর্ঘটনা আটকাতে একাধিক ব্যবস্থা নিয়েছিল। ডুয়ার্সের জঙ্গল এলাকায় ট্রেনের গতি শ্লথ করা, এবং হাতির করিডরে আন্ডারপাশ তৈরি করা হয়। ‌

আরও পড়ুন-পশ্চিমবঙ্গ কর্মচারী সংগঠনের দায়িত্ব পেলেন মন্ত্রী মানস ভুঁইয়া

Latest article