প্রতিবেদন : আজ, রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক জনসভা। এই সভা থেকেই বেশ কয়েক হাজার উপভোক্তার কাছে সরকারি পরিষেবা পৌঁছে যাবে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজেও কয়েকজনের হাতে পরিষেবা তুলে দেবেন। বিশেষত চা-বলয়ের এই অঞ্চলে চা-শ্রমিকদের জন্য একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তারাও আজ একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা পাবে।
আরও পড়ুন-গান্ধীমূর্তির ধর.নামঞ্চে কুণাল, ছত্র.ভঙ্গ বিরো.ধীরা. কাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক কর্মপ্রার্থীদের
বাম আমলে বঞ্চিত, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, ২০১১-র পর ধীরে ধীরে বর্তমান শাসক দলের শাসনে বঞ্চনাকে পিছনে ফেলে প্রতিনিয়ত এগিয়ে চলেছে। আর এই এগিয়ে চলার পথ মসৃণ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গকে মনেপ্রাণে ভালবাসেন, তাই সময় পেলেই বারে বারে ছুটে আসেন এখানকার মানুষের জীবনের মান উন্নয়নে। শনিবার ফের একবার তিনি পা রেখেছেন তাঁর নিজে হাতে তৈরি জেলা আলিপুরদুয়ারে। আর মুখ্যমন্ত্রীর আগমন মানেই, উন্নয়ন, আর সাধারণ মানুষের প্রাপ্তিযোগ। আজ রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার চা শ্রমিকদের মধ্যে প্রায় চা হাজার জমির পাট্টা প্রদান করবেন। এছাড়াও চা বাগানে স্বাস্থ্যকেন্দ্র এবং ক্রেশের সূচনা করবেন। রবিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা জুড়ে চা বাগানে তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও করতে চলেছেন৷ এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়মিত এমবিবিএস ডাক্তার, নার্সিং স্টাফ এবং পর্যাপ্ত ওষুধ থাকবে।
আরও পড়ুন-বিরাট দু.র্নীতি, মোদির জনধন যোজনায় নেই ১০ কোটি অ্যাকাউন্ট
এই মুহূর্তে বিভিন্ন চা বাগানে ৫০টিরও বেশি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণাধীন রয়েছে, পাশাপাশি ৭০টিরও বেশি ক্রেশের কাজ চলছে। রাজ্য সরকার কর্তৃক স্থাপিত চা বাগানের প্রতিটি ক্রেশ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত হবে এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য আর্থিক বরাদ্দও দেওয়া হবে।
জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানিয়েছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছর আগে জলপাইগুড়ি জেলার মালবাজারে একটি জনসভায় এটি ঘোষণা করেছিলেন এবং এখন তার দেওয়া প্রতিশ্রুতি সময়সীমার মধ্যে পূরণ হচ্ছে। আর এর উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এর থেকে বড় পাওনা জেলার সাধারণ মানুষের কাছে আর কি হতে পারে।এছাড়াও এদিন জেলা জুড়ে বিভিন্ন রাস্তা সহ বহু প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-দিনের কবিতা
শনিবার আলিপুরদুয়ারে পৌঁছে হেঁটেই শহর পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ২:৪৫ মিনিটে হ্যালিকপ্টারে প্যারেড গ্রাউন্ডে নামেন। সেখান থেকে সার্কিট হাউস পৌঁছন তিনি। কিছুক্ষণ পর সার্কিট হাউস থেকে বেরিয়ে বক্সা ফিডার রোড ধরে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। রাস্তায় পথচলতি মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এদিন হাটতে হাটতেই এসপি অফিস এবং বনদফতরের অফিসের কাছে দাড়ান। এরপর বেশকিছু শিশু এবং ছাত্রছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেল্ফি তোলার জন্য বেশ কিছু ছাত্র-ছাত্রীকে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পূর্বে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ।