ওড়িশায় মহানদীতে (Odisha’s Mahanadi River) ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায় যাত্রী বোঝাই নৌকা উলটে মৃত্যু ৭ জনের। জানা গিয়েছে, বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির থেকে ফিরছিলেন ৫০ জন যাত্রী। সারদা ঘাটে পৌঁছনোর আগেই নৌকাটি উল্টে যায় (Odisha’s Mahanadi River)। একাধিক জনই সাঁতরে ঘাটে পৌঁছন। কয়েকজন মৎস্যজীবী দ্রুত নদীতে নেমে বহু মানুষকে উদ্ধার করে। রাতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজ একাধিক। শনিবার সকাল থেকে ফের উদ্ধারকার্জ শুরু হয়। মহানদীতে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
আরও পড়ুন- ইটাহারে অভিষেকের রোড শো-এ জনপ্লাবন