সংবাদদাতা, হাওড়া : রক্ষণাবেক্ষণের নামে ফের একাধিক ট্রেন বাতিল করে যাত্রী পরিষেবায় আঘাত রেলের। হাওড়া-বর্ধমান (Howrah- Bardhaman) শাখার বারুইপাড়া ও চন্দনপুরের মধ্যে চতুর্থ লাইন সংক্রান্ত জরুরি কাজের কারণে সোমবার থেকে ১২ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশকিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। আচমকা দু’ডজনেরও বেশি লোকাল ট্রেন বাতিল করে দেওয়ায় যাত্রী পরিষেবা বিঘ্নিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। রক্ষণাবেক্ষণের নামে হঠাৎই টানা ১২ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। রেলের এই তুঘলকি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমনিতে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় লোকাল ট্রেনের সংখ্যা কম। বহুবার আবেদন করা সত্ত্বেও এই শাখায় রেল কোনও নতুন লোকাল ট্রেন চালু করছে না। উল্টে মশাগ্রাম-হাওড়া, গুড়াপ-হাওড়া, চন্দনপুর-হাওড়া, বর্ধমান-হাওড়ার (Howrah- Bardhaman) মতো একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়ায় চরম সমস্যায় পড়বেন যাত্রীরা। আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রেল একতরফাভাবে আচমকা একাধিক লোকাল ট্রেন টানা ১২ দিন বন্ধ রাখার কথা ঘোষণা করে দিল। এর ফলে নিত্যযাত্রীদের সব থেকে বেশি দুর্ভোগে পড়তে হবে। যদিও তা নিয়ে রেলের কোনও হেলদোল নেই। আমরা রেলের এই এতগুলি লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ রেল সূত্রে জানা গেছে, হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনের চন্দনপুর-হাওড়া ৪ জোড়া, মশাগ্রাম-হাওড়া ৪ জোড়া, গুড়াপ-হাওড়া, বর্ধমান-হাওড়া ও বারুইপাড়া-হাওড়া ১ জোড়া করে লোকাল ট্রেন ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এর মধ্যে মশাগ্রাম-হাওড়া ও গুড়াপ-হাওড়া লোকাল ট্রেনগুলি ১১ নভেম্বর থেকে ও অন্য লোকাল ট্রেনগুলি আজ সোমবার থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এ-ছাড়াও দেরাদুন-হাওড়া উপাসনা ও কুম্ভ এক্সপ্রেস, মুজাফফরপুর-হাওড়া, দ্বারভাঙ্গা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন হাওড়া-বর্ধমান কর্ড শাখার পরিবর্তে ব্যান্ডেল হয়ে ঘুর পথে চলবে। আগামী দিনে রেল পরিষেবা আরও উন্নত করতেই এই পদক্ষেপ নিতে হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন-আগামী সপ্তাহেই শীতের আগমন