আগামী সপ্তাহেই শীতের আগমন

Must read

প্রতিবেদন : ১২ নভেম্বর থেকে জাঁকিয়ে পড়তে পারে শীত (West Bengal- Winter)। এরকমই মনে করছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ভোরে এবং রাতে বাড়ছে ঠাণ্ডা। জানান দিচ্ছে শীত দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সকাল-সন্ধেয় মনোরম পরিবেশ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং শুষ্ক আবহাওয়া তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী সপ্তাহের শেষে জেলায় শীতের (West Bengal- Winter) আমেজ সামান্য বাড়বে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ৯ নভেম্বর এই ঘূর্ণাবর্ত পরিণত হবে এই নিম্নচাপে। নিম্নচাপের অভিমুখ থাকবে পণ্ডিচেরী ও তামিলনাড়ুর উপকূলের দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের পার্বত্য এলাকায়।

আরও পড়ুন-রাজ্যে মধুচক্রের শিকার দিল্লির ক্রিকেটার, পুলিশের হাতে পাকড়াও ৩

Latest article