সংসদকাণ্ডের জেরে বিধানসভায় প্রবেশে একাধিক নয়া বিধিনিষেধ আরোপ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে বৈঠক অধ্যক্ষের

Must read

সংসদে হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়েছেন। লোকসভা কাণ্ডের জেরে অধ্যক্ষ আজ, বৃহস্পতিবার বিধানসভার সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন অধ্যক্ষ। পরে তিনি সাংবাদিকদের জানান, বিধায়কদের বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। যারা দর্শক হিসাবে বিধানসভায় আসবেন তাঁদের আগে ছবি তুলে রাখা হবে। তারপরই তাঁরা প্রবেশের অনুমতি পাবেন। বিধায়কদের সঙ্গে একই গাড়িতে করে কর্মী-সমর্থক-আত্মীয়রা প্রবেশ করতে পারবেন না। পৃথক গেট দিয়ে পায়ে হেঁটে তাঁদের বিধানসভা চত্বরে প্রবেশ করতে হবে। বিধায়করা দক্ষিণ গেট দিয়ে ঢুকবেন। বিধায়কের সঙ্গীসাথীরা পশ্চিম গেট দিয়ে ঢুকবেন। এখন থেকে রক্ষীদের কড়া পরীক্ষার পরেই সকলকে ভিতরে প্রবেশের অনুমতি দেবেন। শুধু প্রবেশের ক্ষেত্রে নয়, ভেতরেও বাড়ানো হচ্ছে নজরদারি। বিধানসভায় নিরাপত্তা কর্মীদের বেশ কিছু পদ শূন্য রয়েছে। তা দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত বিধানসভার নিরাপত্তা কর্মীদের শিফটে ভাগ করে ডিউটি করতে বলা হয়েছে।

আরও পড়ুন-রাজ্যে বাজেট প্রস্তুতির কাজ শুরু, জমা-খরচের হিসেব চাইল অর্থ দফতর

স্পিকার (Biman Banerjee) বলেন, “বুধবার লোকসভাতে কিছু বাইরের মানুষ ঢুকে পড়েছিল। তাদের কাছে স্লিপও ছিল। লোকসভার ওই ঘটনায় আমরা শঙ্কিত হয়ে পড়ছি। আমাদের বিধানসভাতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা রক্ষীদের নিয়ে বৈঠক করেছি। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, তা ছিল। এবার আরও কড়াকড়ি করা হচ্ছে।”

Latest article