সংবাদদাতা, পুরুলিয়া : শিক্ষার উঠোনে ওঁরা পা রেখেছেন আগেই। এবার মানভূমের অন্যতম সংস্কৃতি ছৌনাচের দল গড়ে জেলায় নজির সৃষ্টি করলেন পিছিয়ে পড়া জনজাতি শবর সম্প্রদায়ের মেয়েরা। শুধু দল গড়া নয়, আসরে আসরে ছৌ-নাচে এই দলটির জনপ্রিয়তাও বেড়ে চলেছে। মানবাজার ১ ব্লকের বামনি-মাঝিহীড়া পঞ্চায়েতের পুঁড়রু গ্রামের ডকাটাঁইড় শবরটোলার ২২ জন মেয়ে রয়েছেন দলে। এঁরা সকলেই শবর জনজাতির।
আরও পড়ুন-গান স্যালুটে বিদায় সেনাকে
বরাবাজার থানার সিন্দরী গ্রামের স্বপন মাহাত জানান, মেয়েদের এই দলটি গড়ে তুলতে সক্রিয় হন গ্রামের কয়েকজন বয়স্কা শবর মহিলা। এঁদের মধ্যে গীতামণি শবর, নমিতা শবর, গোলাপি শবর মেয়েদের উৎসাহ দেওয়ায় তাঁরা ছৌ-নাচের দলে যোগ দেন। ছৌ-নাচ পরিশ্রমসাধ্য বীররসের নাচ। তাই এই নাচ মেয়েরা আগে নাচতেন না। এখন পুরুলিয়ায় বেশ কয়েকটি মহিলা ছৌ-দল আছে। তবে শবরদের দল এই প্রথম। দলের সদস্য নিয়তি শবর, শিরোমণি শবর বলেন, আসরে মুখোশ পরে নাচতে হয়। তাই দর্শকরা বুঝতেই পারেন না পুরুষ চরিত্রে অভিনয় করছে কোনও মেয়ে। দলটিকে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন বিদ্যাধর মাহাত, শ্রীদাম মাহাত, পবন সিং সর্দাররা। তাঁরা বলেন, বায়না আসছে। নামও ছড়িয়েছে দলটির।