সংবাদদাতা, কাটোয়া : সবুজসাথী সাইকেলখানা নিয়েই রোজ প্রায় ৪ কিমি রাস্তা ঠেঙিয়ে স্কুলে যেতে হয় শবনম পারভিন। প্যাডেলে চাপ দিতে দিতেই তৈরি হয় কালনার সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দিরের ছাত্রী শবনমের লক্ষ্য। ভাল ফল করার। সেই লক্ষ্য পূরণ হয়েছে। মেমারির কাঁটাডাঙার মুদির দোকানি সফিকুল ইসলামের মেয়ে শবনম মাধ্যমিকে ৬৮৪ পেয়েছে। মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে শবনম। কালনা মহকুমায় প্রথম স্থান পাওয়া শবনমের বিষয়ভিত্তিক নম্বর বাংলা-৯৭, ইংরেজি-৯৫, অঙ্ক-৯৯, ভৌতবিজ্ঞান-৯৯, জীবনবিজ্ঞান-১০০, ইতিহাস-৯৪, ভূগোল-১০০।
আরও পড়ুন-২০১৯-এর ভোট হয়েছে সেনাদের মৃতদেহের উপর, ফের বিস্ফোরক সত্যপাল
শবনমের নজরটানা রেজাল্টের কথা জেনে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ছুটে যান মন্ত্রী স্বপন দেবনাথ, মহকুমার বিদ্যালয় পরিদর্শক জহরলাল প্রামাণিকরা। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টেস্টে ৬৭৪ পাওয়ার পর ‘মেধা তালিকায় জায়গা পেতে’ পড়াশোনার সময় বাড়িয়েছে। লেখাপড়া ছাড়াও গান শুনতে ও ক্রিকেট দেখতে ভালবাসে। ‘শবনম পড়াশোনা চালাতে পারল, কন্যাশ্রী, ঐক্যশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের স্কলারশিপ পাওয়ায়।’ কবুল করেন শবনমের মা ডালিয়া বিবি।