প্রয়াত সমাজবাদী পার্টির প্রবীণ নেতা ও সাংসদ শফিকুর রহমান বর্ক (Shafiqur Rahman Barq)। মঙ্গলবার সকালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সংসদের প্রবীণতম সদস্য ছিলেন শফিকুর। দলের তরফে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দলের সুপ্রিমো অখিলেশ যাদবের।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শফিকুর (Shafiqur Rahman Barq)। মঙ্গলবার মোরাদাবাদের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হঠাৎ করে প্রচণ্ড জ্বরের সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফেব্রুয়ারির শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই ক্রমাগত স্বাস্থ্যের অবস্থার অবনতি হচ্ছিল। প্রায় এক মাস চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান সাংসদের মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল। শফিকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সভার মর্যাদা রক্ষায় ৯৩ বছর বয়সেই তিনি তাঁর আসন গ্রহণ করেন।
আরও পড়ুন: ‘মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবেন’ পুরুলিয়ায় দলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
শফিকুর চারবারের সমাজবাদী পার্টির বিধায়ক ও ২০১৯ সালে পঞ্চমবারের জন্য সম্ভল থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার আগে ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪, ২০০৯ সালে মোরাদাবাদ আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। এছাড়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন শফকুর। সৎ রাজনীতিক ও মুসলিমদের দাবি-দাওয়া তুলে ধরা জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে।