‘মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবেন’ পুরুলিয়ায় দলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি-সহ বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কড়া হাতে পরিস্থিতি সামলেছে শাসকদল।

Must read

মঙ্গলবার, পুরুলিয়ার সভামঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দলের অবস্থান স্পষ্ট করে বলেন তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, যদি সেটা না করতে পারেন তা হলে বিজেপি-কংগ্রেস-সিপিএম করুন- স্পষ্ট জানালেন মমতা।

আরও পড়ুন-জঙ্গলমহলের স্কুলে ৪৯ জন অলচিকি শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন পুরুলিয়ার সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল (TMC) সভানেত্রী। তাঁর অভিযোগ, এরা নিজেরাই অশান্তি ছড়ায়। তারপর শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। বিভিন্ন জনজাতির মধ্যে অশান্তি বরদাস্ত করবেন না বলেও সাফ জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আদিবাসী, মাহাতো, কুর্মি- জনজাতির মধ্যে অশান্তি বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, তা কড়া হাতে দমন করা হবে।

আরও পড়ুন-সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার নওশাদ সিদ্দিকী

এরপরেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, “মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। মানুষই বড়। মানুষই জিতিয়েছে। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ পুছবে না। আমার সাথে যাঁরা দল করবেন, আমার সাথে থাকবেন, তাঁরা এই কথাটা বিশ্বাস করবেন। আর এটা যাঁরা বিশ্বাস করেন না- তাঁরা বিজেপি, কংগ্রেস, সিপিএম করুন।“ দলীয় কর্মীদের কড়া নির্দেশ, তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না।

আরও পড়ুন-কোর্ট মানতে নারাজ, প্রমাণ দেখিয়ে নিজের অভিযোগে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালি-সহ বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কড়া হাতে পরিস্থিতি সামলেছে শাসকদল। অভিযোগ প্রমাণ হলে সাসপেন্ড করা হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অভিযুক্ত নেতাকে। এই বিষয়ে রেয়াত করা হচ্ছে না কোনও হেভিওয়েটকেও। এদিন সভা থেকে ফের একবার মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিলে তৃণমূল সভানেত্রী। না হলে দল যে কড়া সিদ্ধান্ত নেবে, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা।

Latest article