কোর্ট মানতে নারাজ, প্রমাণ দেখিয়ে নিজের অভিযোগে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ৮ ফেব্রুয়ারি থেকেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ-সহ তাঁর অনুগামীদের গ্রেফতারির দাবিতে সন্দেশখালির মানুষ সরব হয়

Must read

সন্দেশালির (Sandeshkhali) অশান্ত পরিস্থিতির জন্য হাইকোর্টের নির্দেশকে দায়ী করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের বক্তব্যের প্রমাণও প্রকাশ্যে আনলেন তিনি। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে হাইকোর্টের একটি নির্দেশনামা পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গত ৭ ফেব্রুয়ারি সন্দেশখালি নিয়ে পুলিশের তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকেই হিংসা এবং বিক্ষোভ শুরু হয় সন্দেশখালিতে।’

আরও পড়ুন-পথ দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়, মৃ.ত ১, আহত পুলিশকর্মী সহ ১০

গত ৮ ফেব্রুয়ারি থেকেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ-সহ তাঁর অনুগামীদের গ্রেফতারির দাবিতে সন্দেশখালির মানুষ সরব হয়। বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। বিরোধীরা সেই সময়ে শাহজাহানকে গ্রেফতারি নিয়ে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগও তোলেন। অভিষেক লিখেছেন, ‘পুলিশের উপর জারি হওয়া ওই স্থগিতাদেশেরই সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে বিজেপি এবং বাংলা বিরোধী কিছু গণমাধ্যম।’

আরও পড়ুন-‘গগনযান’ মিশনে ৪ মহাকাশচারীকে বেছে নিল ভারত

বুধবার অভিষেক জানায় শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোর্ট পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে। অভিষেক বলেছিলেন, ‘শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাঁকে ধরতে পারেনি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে আদালতই।’ কলকাতা হাইকোর্ট সোমবার অভিষেকের আনা সেই অভিযোগ অস্বীকার করে।

 

Latest article