লাহোর : এশিয়া কাপের আগে বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। ডান পায়ের লিগামেন্টে চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। আপাতত চার থেকে ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাক পেসারকে। এশিয়া কাপ ছাড়াও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারবেন না শাহিন (Shaheen Afridi)। তবে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে পাকিস্তান শিবির। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছিলেন শাহিন। তার পরেও পাক পেসারকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং এশিয়া কাপের দলে রাখে পাকিস্তান। কিন্তু চোটের স্ক্যান করার পর জানা যায়, সুস্থ হতে অন্তত চার থেকে ছ’সপ্তাহ সময় লাগবে শাহিনের। এর পরই তাঁকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: লর্ডসেই সম্ভবত বিদায় ঝুলনের